Sunday, December 27, 2020

ঝড়

 ঘুম আসে না মাঝ রাতের পর

শেয়াল ডাকে, দূরে, কুয়াশার গভীরে

ব্যাথা জমে বুকে, বদ্ধ লাগে ঘর

যত্ন নিতে পৃথিবীর নেমে আসুক ঝড়।

সাথে আনুক বৃষ্টি দু' ফোঁটা

মিশে যাক চোখের কোনে আজ

ধুয়ে দিক সব অশান্তি তোমার

ফিরিয়ে দিক, তোমায় শৈশবের সাজ।

যদি হয়ে যায় পথে ভুল ত্রুটি কিছু

মিলিয়ে যাক সেসব ঈশ্বরের পায়ে

আমার বলতে থেকে যাক শুধু সত্য

যার ঈশ্বরই আজ একমাত্র আশ্রয়।

পড়াশোনা করে যে

চাকরি নেই, তাই সমাজে শিক্ষার স্তর যাচ্ছে বেড়ে
আমিও ঘরে ফিরি, রোজ বড় সাহেবের কড়া নেড়ে
পড়াশোনা করা বাঙালি সন্তান, চড়ি বিলিতি গাড়ি ঘোড়া
বাড়িতে যদিও সোফার স্থানে এখনো বেতের মোড়া
পেটে পড়ে ভাত, মাছের ঝোলে কখনো সর্ষে, কখনো ফুলকপি
বলতে পারিনা মুখটা খুলে, বাজারে আজও বেচে এলাম দুটো টুপি
টাকা আসে হাতে, চোখে ঘুমের বদলে নামে অন্ধকার
কালও সকালে শুনতে পাবো শিক্ষার জয়জয়কার।

Saturday, December 26, 2020

রাস্তা

দুদিনের বৃষ্টিতে গ্রামের কাঁচা রাস্তা গেছে ক্ষয়ে
সরকারি ছুটি, তাই আর্জি জমা করারও বন্দবস্ত নেই।
কি করবো, হাঁটতে তো হবেই। তাই পড়েছি বেড়িয়ে
গুদাম ঘর খুলে, লাঙ্গল-কোদাল হাতে নিয়ে;
শুঁকিয়ে যাওয়ার আগেই ক্ষয়ে যাওয়া মাটি ফিরিয়ে দিতে
যাতে আবার রাস্তা হয়ে যায় মজবুত, আগামী বৃষ্টির আগে।

তৈরি আছি বটে, তবু আলস্য ঘিরে ধরছে আমায়।
ভাবছি, এক সাথে এই রাস্তা মেরামত করলে কেমন হয়?

Thursday, December 24, 2020

কেক

 রক্ত বলে, "সাজিয়ে নিয়ো আমায়,

ফুলের তোরার নকশিকাঁথা ধরে।"

আঙুল বলে, "ধরবো আবার কোথায়?

হাত কেটেছে শীতের ট্রেনের ভিড়ে।"

শহর খোঁজে অজুহাত কিছু নতুন

বছর শেষে হয়নি ব্যাবসা তেমন,

মিথ্যে তাই তুমিও জ্বালছ আগুন

মনের মধ্যে পাথরের তাপ যেমন।

আমার কাছে থাকছে না কোনো কথা

স্বাধীন হয়েও থাকছে বন্ধ ঘরে

তোমার না হয় রাত্রি কাটবে তারায়

আমরা বাঁচি শ্রীজাত-র হাত ধরে -


"পেরেক থেকে গড়িয়ে নামে ক্ষমা

রক্ত বুঝি ঝরিয়ে দেওয়াই কাজ

এক পৃথিবী আগুন রেখে জমা

সব ধর্মই কেক কাটলো আজ।"

Wednesday, December 23, 2020

Hymns of Winter

 O Life, you are a strange beast.

Colourful in faded winters,

You seem so distant, but human still.

Like the hummingbird on my mango tree

You arrive, and sing in moments free.

I sit on the roof, Sun and shade

Glancing through leaves, silent and tamed.

Through goodbye hymns of a vanishing haze

I realize on this tired, desolate day :


There's always a bird in the sky

If we stare long enough for signs of life.

Wednesday, December 9, 2020

তারারা খসে পড়ে না

তারারা খসে পড়ে না 

ক্ষয়ে যায়, মহাশূন্যের ঔদাসীন্যে 

বোঝাতে চায় অস্তিত্ব; জ্বলে,পুড়ে 

জ্বালিয়ে, পুড়িয়ে; জীবন দিয়ে, নিয়ে 

নিজের অবশেষ খুঁজে বেড়ায়। 

অথচ ভাবো, যদি কোনো তারা না থাকতো ?

এই মহাশূন্যের অস্তিত্ব যেত কোথায় ?

নিভে যাওয়া তারার বুকে যদি হাঁটা যেত

থার্মোমিটার নিয়ে যেতাম আমার সাথে,

থেমে যাওয়া স্পন্দনে দিতাম নতুন প্রাণ 

সময়ের অপেক্ষা, মৃত্যু বলে কিছু হয় না।

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...