Sunday, September 6, 2020

পড়ন্ত

বিকেল তো নেমে এসেছিল;
বাড়ির পেছনে, শহরের পশ্চিমে,
ভুট্টা মাঠের পাশে, দিনের শেষে;
যখন আসার, তখনই এসেছিল।

খেলার সাথীদের চোখে প্রশ্নও জেগেছিল,
ক্ষনিকের; তারপর ঘাসের দোলায় সব মিলিয়ে যায়।
আসলে বিকেলের মন খারাপ কেন হয় জানো?
সন্ধ্যে রোজ আসে তার কাছে, গোধূলি আসে না।
স্বার্থপর বিকেল ছবি আঁকতে চায় শুধু,
আর সন্ধ্যের আকুল মুখ আঁধারে ঢেকে যায়।

থাক, বিকেলের প্রেমে আমাদের কি?


No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...