আমি তোমায় ভালোবাসি মাধবীলতা,
অনিমেষের মতো ঠিক না, সে বইয়ের নায়ক।
যারা বাংলা ভাষা নিয়ে অহংকার করে,
সেভাবেও তোমায় নিয়ে আমি কিছু ভাবি না।
যারা মার্ক্স, লেনিনের বাইরে বোবা হয়ে যায়
আর ট্যাক্সি চড়ে ট্যাক্সের নিন্দা করে,
তাদের দারিদ্র্যে আমায় খুঁজে পাবে না।
যেখানে অজ্ঞানতা মূর্খের চারিত্রিক বৈশিষ্ট
সেই জ্ঞানের দীপ আমায় আলোকিত করে না;
আমি তোমায় ভালোবাসি, মাধবীলতা ।
যেখানে খেলায় জিতে মনে মনে দম্ভ আসে না,
সেই সুবিচারের কাঠগড়ায় আমায় বারবার দাঁড় করিয়ো
আমি তোমার কাছে প্রতিবার হেরে যাবো, নিঃশব্দে।
আমি তোমায় ভালোবাসি, মাধবীলতা
এই কালপুরুষের কালবেলার উত্তোরাধিকার তোমার ।।
No comments:
Post a Comment