আমি জানি, বাড়িতে তোমার মন বসে না ইদানিং।
ব্যস্ত হতে চাইছো, ভাবছো সবই যেন চলমান, তুমি ছাড়া।
বন্ধুরা দেশান্তর করছে, ঋতুরা বদলে চলেছে,
আর তুমি, সেই আট দেওয়াল, তিন জানালায় বন্দী।
ভালো খাবারেও যেন অরুচি জন্মাচ্ছে তোমার,
সময়ে ঘুম, প্রয়োজনে কথা বলার সাথী, সব আছে
কিন্তু তুমি তো নিজেকে প্রমান করতে চাও; সে নেই।
আমি বলছি না তুমি ভুল ভাবছো, একাকিত্ব আমি চিনি
আর চেনে আমারই মতো সেই সব ছেলে-মেয়েরা
যারা আর সময়ে রান্না করতে চায় না ।
এই দেবীপক্ষ আমাদের সবার। ধরে নেওয়া যাক, আমরা কেউ একা নই।
No comments:
Post a Comment