তোমার খেলার কিছুটা অংশে
স্থান পেয়েছি আমি, নিঃশব্দে।
ভাবিনি সে খেলার ব্যাপ্তির কথা
শুরুর দিনে, ঠান্ডা খাবারের মেলা
সাজানো ছিল, তরল শিক্ষা
আর কঠিন কিছু হাতের দোলা।
স্থানের ওপর স্থানের হিসেব
কাল মিলে যায় কাল-আসনে
স্থানের বুকে কালের প্রতিশ্রুতি,
কালের বুকে নীড় বাঁধি কেমনে ?
বস্তুতঃ : Are long-ranged spatial correlations really offsprings of persistence? Or quite the opposite? Does the world boil down to simply looking at a coin, flipping between faces, at Poisson rates?
এভাবে নিজের কবিতার মুন্ডচ্ছেদন করতে কবির হাত কাঁপে না। নিজের বিষয়ে ভক্ত প্রহ্লাদ হওয়ার মত আহ্লাদ কবিদের থাকে না; থাকে অনুভূতির কাঠগড়া, আর কলম হাতে জল্লাদ হয়ে ওঠার বাসনা।
স্থান পেয়েছি আমি, নিঃশব্দে।
ভাবিনি সে খেলার ব্যাপ্তির কথা
শুরুর দিনে, ঠান্ডা খাবারের মেলা
সাজানো ছিল, তরল শিক্ষা
আর কঠিন কিছু হাতের দোলা।
স্থানের ওপর স্থানের হিসেব
কাল মিলে যায় কাল-আসনে
স্থানের বুকে কালের প্রতিশ্রুতি,
কালের বুকে নীড় বাঁধি কেমনে ?
বস্তুতঃ : Are long-ranged spatial correlations really offsprings of persistence? Or quite the opposite? Does the world boil down to simply looking at a coin, flipping between faces, at Poisson rates?
এভাবে নিজের কবিতার মুন্ডচ্ছেদন করতে কবির হাত কাঁপে না। নিজের বিষয়ে ভক্ত প্রহ্লাদ হওয়ার মত আহ্লাদ কবিদের থাকে না; থাকে অনুভূতির কাঠগড়া, আর কলম হাতে জল্লাদ হয়ে ওঠার বাসনা।
No comments:
Post a Comment