প্রভু, কিছুই চাই না।
শুধু দেখো আমি যেন দিয়ে যেতে পারি
অন্ধকারে আলো, প্রেমহীনকে প্রেম
যেন দিতে পারি এভাবেই কিছু না চেয়ে
যদি কখনও বা নিজের কথা ভেবে ফেলি
তুমি ভালোবেসো আমায়, সেই মুহূর্তের জন্য।
শুধু দেখো আমি যেন দিয়ে যেতে পারি
অন্ধকারে আলো, প্রেমহীনকে প্রেম
যেন দিতে পারি এভাবেই কিছু না চেয়ে
যদি কখনও বা নিজের কথা ভেবে ফেলি
তুমি ভালোবেসো আমায়, সেই মুহূর্তের জন্য।
No comments:
Post a Comment