Wednesday, July 10, 2019

মহাবিশ্ব ১

যারা আমায় প্রেমিক বলে
আমার প্রেম নিয়ে তাদের আদৌ কি ধারণা,
জানতে ইচ্ছে হয় মাঝে মাঝে।
কথা তো অনেক আছে আমার কাছে
কিন্তু সুর বা ছন্দ কোনোটাই নেই;
যা নেই, তার আফসোসও এখানে নেই।

প্রেমিকারা জানে আমি কি, আমার ছোঁয়া কেমন
তারা জানে আমার চোখে সত্যি কি, মিথ্যে কি
তারা জানে তাদের কোন গভীরে আমার প্রশ্রয়,
কোন ক্ষত চিরকালের জন্য আমারই নাম গায়;
তারা শুধু জানে না তোর জায়গাটা ঠিক কোথায়।

তাই এই ত্রিভুজ মহাবিশ্বে অন্যেরা সবাই এক কোনে
ধরে নে, অতিশিক্ষিত ভাষায় কোম্প্যাক্টিফিকেশন প্যারাডাইম।
অন্য দুই কোন খুবই সাদা মাটা, ওয়ান ডাইমেনশনাল লাইন
এক কোন আমার, অন্য কোনে তুই, আর মাঝে তো সেই
চোখের নিচে কালশিটে, ফুলে ওঠা ঠোঁট, দীর্ঘশ্বাস
সখে কি আর বলি, আমার মহাবিশ্ব স্নিগ্ধ। সম্পূর্ণ। তুই।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...