Thursday, July 25, 2019

মুক্তি

আমায় ঘিরে আছে অজস্র তারা
এত আলো, যে অন্ধকার জায়গা পায় না
এখানে নেই নিঃশ্বাসের ক্ষিণতম শব্দ
নেই ব্যস্ততার অনাবিল প্রশ্রয়
এখানে তুমিও নেই, কেউ নেই
আমি শুধু একা, সাথে কিছু বই, অসীমের রেখা
এখানেই পালিয়ে আসতে চেয়েছিলাম বহুদিন
এই যেমন এসেছি কদিনের জন্য,
সব কিছুর আড়ালে, শুধুই নিজের সাথে হতে
ফিরে যাব, ফিরে যেতে হয়, কিন্তু আজ তো না।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...