Monday, July 1, 2019

অসময়ে

আজকাল সকালে উঠে আর বাহির আমাকে চায় না
চাদর লুকিয়ে রাখে কত জঞ্জাল বিছানায়
স্নানের ঠান্ডা জল হয়ে গেছে কবে যেন বাষ্প
গরম জলে যদি জমে থাকা দাগ ধুয়ে যায়
সকালের খালি পেটে দুপুরের খিদে আজও পায় না
সকালের জমা ঘুম আসে তবু দুপুর বেলায়
বিকেলের রঙ কবে যেন হয়ে গেছে ফ্যাকাশে
সন্ধ্যের খোঁজে দিন রাত সবই ধুয়ে যায়।

আরও কত কত লোক দুবেলা দু মুঠো খায় না
আরও শত শত বছর কাটবে এভাবেই
বড়লোকে চিৎকার করবে ঘরের অন্ধকারে
শুধু প্রতিবাদ গলে গলে পানীয় সোশ্যাল মিডিয়ায়
আজ ক্লান্ত দু চোখ তাই বিছানায় ফিরে যেতে চায় না
পাছে প্রেম এসে অকারণে বাস্তব ভুলিয়ে দেয়
বিসর্গ, অনুস্মরের যন্ত্রনা হঠাৎ খুঁজে পেয়ে
আজও অসময়ে অঞ্জন গান লিখছেন রাস্তায়।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...