Sunday, July 28, 2019

Shades of distance

Don't know why,
But the horizon seems a bit far tonight,
Farther with its spiralling promise,
Farther with its all seeing gaze
Don't know why,
The clouds are a bit miffed with the sky.

I wonder how a black hole survives
Trapping so much freedom inside
And here my friend, we have light
Who knows what illusion wrote our lives!

You know,
Deserts are notorious for mirages
Upside down or a depth of landscape
All the same; agony of beautiful images.
Love, you see, is a sucker for the blue hour
When has it figured Sunrise from Sunset?

Why is the horizon so far tonight?
A deep melancholy reigns over the sky.


Saturday, July 27, 2019

Wipe Out

Wipe out. All the clutter in your head.
Don't see. Don't think. Don't listen.
Forget the names, forget the faces
Forget the lies, the games you played.
Wipe out with care, my friend
Wipe out the remnants of yourself.

Let not a single stroke remain
Wipe out the deepest of traces
You have but only a single slate
Clean up the marks, and the edges.
Let the zeroes vanish into abyss
Close any book with finished pages.

Leave the soil and all the mud behind
Free your shadow, and free your mind
Let go of the tools you held on to tight
And through the loss, you'll feel light.
You'll be just alright.

Friday, July 26, 2019

প্রার্থনা

প্রভু, কিছুই চাই না।
শুধু দেখো আমি যেন দিয়ে যেতে পারি
অন্ধকারে আলো, প্রেমহীনকে প্রেম
যেন দিতে পারি এভাবেই কিছু না চেয়ে
যদি কখনও বা নিজের কথা ভেবে ফেলি
তুমি ভালোবেসো আমায়, সেই মুহূর্তের জন্য।

সন্ন্যাস

কেউ যেন কোথাও প্রেম করছে না
সবাই কেমন রেগে রেগে আছে, বিরক্ত
নাকি শুধু আমিই সন্ন্যাস নিতে চলেছি
এত রাগ বুঝি তাই, অপদার্থর।

Thursday, July 25, 2019

মুক্তি

আমায় ঘিরে আছে অজস্র তারা
এত আলো, যে অন্ধকার জায়গা পায় না
এখানে নেই নিঃশ্বাসের ক্ষিণতম শব্দ
নেই ব্যস্ততার অনাবিল প্রশ্রয়
এখানে তুমিও নেই, কেউ নেই
আমি শুধু একা, সাথে কিছু বই, অসীমের রেখা
এখানেই পালিয়ে আসতে চেয়েছিলাম বহুদিন
এই যেমন এসেছি কদিনের জন্য,
সব কিছুর আড়ালে, শুধুই নিজের সাথে হতে
ফিরে যাব, ফিরে যেতে হয়, কিন্তু আজ তো না।

To make it better

If a small chance arrived
To make it better,
Would you take it?
You know, just to make it better.

A healing touch on a broken soul
You know, one of those
Images you had for yourself
When you were younger.

Will you look away
From the mirror, towards them?
The lost among the crowd
With so many choices, without purpose.

And if you still end up hurt
Alone, like today, in a corner
Remember you wouldn't be alone
I'll be your comfort. You know,
As the Beatles did, just to make it better.


Tuesday, July 23, 2019

Waves of silence

I wonder why a desert exists
With its deep purple horizon
And shadows of what used to be
I wonder what lies beyond
The golden yellow of the far nowhere
Catching waves of silence, only to be.

I wonder what left the world
I only see what's left behind
Dust, gravel and dusky promises
Burning stories for a luminous night.

Curtains, Love. Behold the time
Hamlet sings his ode to life
As curtains wait for stars to shine
Farewell, light. Lead her right.


Monday, July 22, 2019

Vortex

Yes, dust will gather.
All over you, all over your presence
Like the layers of dust within me
Have now cemented themselves
You, like the rest of them, rest of me
Will be in the past, where nothing lives.

Farewell my women, farewell kiss
Farewell love, no more farewell to miss
And here I realize destiny's plans
No root, no land, I'm but a grain of sand.
The book seems long but chapters end.

What did we fight for? What did we gain?
Time hides its face, hides it in name.
Words too have dried out, old and shaken
I once had a lover, I once had a friend.

There have been many, but she was a flame
We burned together perchments of shame
I remember her touch, her eyes and her lips
I remember each detail, like she remembers me.

The world is a fool and thus shall it remain
I wish my lady will ignite herself again
Not for me, no! I am her depth
And deep within her fire resides my heaven.

So all you women, my love and my games
You don't know her, she taught me to play
With her,
Her soul, her curves, her desire, her shame
Her twists, her words, her her and her fame
Her touch, her smile, her lips and her highs
She is the one who would make me mine.

I wonder who loves her the way she likes
All men will falter to look in her eyes
My lightning, my waterfall, my whirlpool, my lies
You are the truth who lives my life.

I know you won the love that you need
But you're still alive where you should be.

Sunday, July 21, 2019

প্রেম

মুখ বদল; কার? 
তোমার নতুন কোন প্রেমিকার?
হাত ছোঁয়া যায় না।
সেখানে নতুন পুরাতন মিলে মিশে একাকার।

কে শুনবে তোমার কথা?
অজস্র অথচ এক, 
ফিরে ফিরে আসা ভৌগোলিক ব্যথা;
তুমি নিষ্পাপ কোন গ্রহে, হে মহামানব?
এখানে তো জমেছে পাপের ঐতিহাসিক বোঝা।

মুখ নিচু তার, চোখ ফেরানো, 
মনের তো সেই আড়াল;
হাত মানেনি তাদের বারণ
যেমন মানে না বিকেলবেলা।

তাই চোখ ওঠে নি, ঠোঁট ওঠেনি।
ওঠে নি নত থাকা কিছু ব্যথা।
গাঢ় সময়ে ভেসে গেলো শুধু
আবছা দাগের আশা ।।

Wednesday, July 17, 2019

তোমার জন্য

আজ বরং কিছু না বোঝাই থাক।
কোনো রং না আসুক, কোনো হৃদয় না গোলুক।
আজ বরং সব তোমার কাছেই থাকুক।
আজ ভাবের দরকার নেই, কিছুরই নেই
যে যেখানে ভাসার ভাসুক, শুধু বৃষ্টি নামুক
যে বীভৎস সুন্দর মরুভূমি আজ তোমায় ঘিরে রেখেছে
হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় তারও কিছু শান্তি আসুক।
আর তোমার? তোমার জন্য সব থাকুক।

Monday, July 15, 2019

উঁকি

এই বুঝি প্রেম উঁকি দিলো জানালায়
মধ্য গগনে ঝকঝকে তার মুখ
আমি তাই ভাবলাম একটা কবিতা লিখি
লাজুক সে, দেওয়ালে মুখ আড়াল করে নিল।
এখনো তাকে দেখা যাচ্ছে একটু
এই বুঝি চলে গেল, এই বুঝি কথাও ফুরিয়ে গেল।


Sunday, July 14, 2019

Oh Dear !

Oh my darling, how do I tell you ?
Can you, would you stop me tonight?
If I tell you, that I am probably falling
I'm falling; truly, purely, freely
I'm falling like I did; slowly, suddenly
All those years ago, yes, I'm falling
Tonight, out of love with you.

Or is it you who's falling out of me
And here I am, fingers searching for words
But neither your touch, nor your memories
Oh my love, I am finally about to fall asleep.


Friday, July 12, 2019

The only story

I heard that this world has a story
A beautiful story; sad and serene
That's all that remains at the end
Violence never survives, if any.
In this quiet afternoon I wonder
How the writers never mattered!
Each story with the same destiny
The remnant, a torn piece of paper,
Burnt at the edges, defiance within.
One thin thread, countless needles.

Thursday, July 11, 2019

The Last One

I'll write this one last song and
Finish the day, on the comfort of my bed.

I'll write the last few lines and
May be stop thinking about you, again.

I'll write what I'm not supposed to and
Wish your sorrows would turn to Yesterday.

I'll drop one last letter into your box and
Someday Pandora won't be anymore a fictional name.

I will surely stop writing my friend
And words will coalesce into the last poem.

Wednesday, July 10, 2019

মহাবিশ্ব ১

যারা আমায় প্রেমিক বলে
আমার প্রেম নিয়ে তাদের আদৌ কি ধারণা,
জানতে ইচ্ছে হয় মাঝে মাঝে।
কথা তো অনেক আছে আমার কাছে
কিন্তু সুর বা ছন্দ কোনোটাই নেই;
যা নেই, তার আফসোসও এখানে নেই।

প্রেমিকারা জানে আমি কি, আমার ছোঁয়া কেমন
তারা জানে আমার চোখে সত্যি কি, মিথ্যে কি
তারা জানে তাদের কোন গভীরে আমার প্রশ্রয়,
কোন ক্ষত চিরকালের জন্য আমারই নাম গায়;
তারা শুধু জানে না তোর জায়গাটা ঠিক কোথায়।

তাই এই ত্রিভুজ মহাবিশ্বে অন্যেরা সবাই এক কোনে
ধরে নে, অতিশিক্ষিত ভাষায় কোম্প্যাক্টিফিকেশন প্যারাডাইম।
অন্য দুই কোন খুবই সাদা মাটা, ওয়ান ডাইমেনশনাল লাইন
এক কোন আমার, অন্য কোনে তুই, আর মাঝে তো সেই
চোখের নিচে কালশিটে, ফুলে ওঠা ঠোঁট, দীর্ঘশ্বাস
সখে কি আর বলি, আমার মহাবিশ্ব স্নিগ্ধ। সম্পূর্ণ। তুই।

Monday, July 1, 2019

অসময়ে

আজকাল সকালে উঠে আর বাহির আমাকে চায় না
চাদর লুকিয়ে রাখে কত জঞ্জাল বিছানায়
স্নানের ঠান্ডা জল হয়ে গেছে কবে যেন বাষ্প
গরম জলে যদি জমে থাকা দাগ ধুয়ে যায়
সকালের খালি পেটে দুপুরের খিদে আজও পায় না
সকালের জমা ঘুম আসে তবু দুপুর বেলায়
বিকেলের রঙ কবে যেন হয়ে গেছে ফ্যাকাশে
সন্ধ্যের খোঁজে দিন রাত সবই ধুয়ে যায়।

আরও কত কত লোক দুবেলা দু মুঠো খায় না
আরও শত শত বছর কাটবে এভাবেই
বড়লোকে চিৎকার করবে ঘরের অন্ধকারে
শুধু প্রতিবাদ গলে গলে পানীয় সোশ্যাল মিডিয়ায়
আজ ক্লান্ত দু চোখ তাই বিছানায় ফিরে যেতে চায় না
পাছে প্রেম এসে অকারণে বাস্তব ভুলিয়ে দেয়
বিসর্গ, অনুস্মরের যন্ত্রনা হঠাৎ খুঁজে পেয়ে
আজও অসময়ে অঞ্জন গান লিখছেন রাস্তায়।

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...