শহরের বুকে রাত নামে, আর আমার বুকে ক্লান্তি
ইতিহাস যত ছিল কবরে বন্দী, তাদের আজ মুক্তি।
কোথায় যাবে তারা মুক্ত হয়ে? তোমার কাছে?
তোমার ভাবনার সাথে ভাব জমাতে?
কিন্তু তুমি তো ইতিহাসের ছাত্র নও; তুমি ভবিষ্যতের
তোমার বর্তমান আমার অজানা, অদৃশ্য আমার কাছে।
আমার চোখে ধ্বংসের আগুন জ্বলছে আজ
কান্না শুকিয়েছিল বহু আগেই, আজ হৃদয় শুকিয়েছে।
যেদিন ইতিহাস তোমার কাছে পৌঁছবে, সেদিন দেখো
হয়তো অবাক দৃষ্টিতে, আমরা কি ছিলাম!
কত পাপপুঞ্জের জন্ম দিয়েছি আমরা, কত হিংসা, কত ভয় -
সবাই লড়েনি - কেউ চায়নি, কেউ পারেনি;
আমরাও সন্তান ছিলাম এই মহাজগতের বুকেই
আমরা কখনো গড়েছি, কখনো ভালোবেসেছি
তোমার জন্য। কখনো ইতিহাস বুক চাইলে আশ্রয় দিয়ো,
আমরা দিতে পারিনি; সময় আমাদের চালনা করেছে,
তোমার জন্য। তুমি বোধয় সময়কে চালনা করতে জানো।
source: josecardenas.com
No comments:
Post a Comment