সংগীত শিখবো কবীর সুমনের থেকে,
আড্ডা দেবো অঞ্জন দত্তর সাথে,
মাছ ধরবো মাঝ সমুদ্রে, চাঁদে হাঁটবো তোমায় নিয়ে;
অঙ্ক আবার শিখবো রতন স্যারের কাছে,
বিছানা ভেজাবো মা বাবারই মাঝে
আবার পড়বো রবীন্দ্রনাথ, হ্যারি পটার;
পরবো না জামা, পরবো শুধু পঞ্জাবী
পড়বো না চোখ খুলে গর্তে, পড়বো শুধু তোমার প্রেমে।
আবার যদি জন্ম নিতে পারি, জন্মাব এই দেশেই
সাহসী হব সেবার আরও অনেকটা বেশি;
সেবার হয়তো Physics-এর ছাত্র হব না,
সেবার হয়তো গিটারটা সত্যিই বাজাতে পারবো,
ধুলো জমবে না উকুলেলের শরীর জুড়ে,
আরও একটা জন্ম পেলে শিখবো যা যা হলো না,
লিখবো না চিঠি, খেলবো না ফুটবল;
দেখবো যদিও সচিনের সেঞ্চুরি, ইডেনের 2001,
বলবো ঝগড়া না করতে, মেনে নিতে, ভালোবাসতে
মানুষ মানুষে , ভাই ভাইয়ে, হিংসার ঊর্ধে।
সেই জীবনও যদি বিফল হয়ে যায়,
আরও একবার জন্মানোর আকাঙ্খা থেকে যাবে
ঈশ্বরকে তখন বলবো, কলম রূপে পাঠাতে আমায়
আরেকটু পেছনে সময়ে; কালিতে, কালিমায় নয়,
দোয়াতে, ওনার নিজস্ব ভাবনায়, পাতায় পাতায়
যাতে যতবার প্রয়োজন, ততবার ফিরে আসা যায়।
No comments:
Post a Comment