আমি, আমার চার দেওয়াল, জানালা ও দরজা - আমরা
একে অপরকে দেখি, সকাল-সন্ধ্যা; সবাই মুক্ত হতে চাই।
দূরে, বহু দূরে সুর বাজে আমাদের, বুকের ভীষণ গভীরে
হাত ওঠে, মুঠো খুলতেই স্বপ্ন জুড়ে পরিচিত বুকের ছাই।
ঘুম এখনো বড় হয়নি তেমন; রোজ-ই বাড়ি ফেরে, যদিও
ফেরার সময়টা দিন দিন পিছিয়ে চলেছে; বড় হওয়ার লক্ষণ।
মনে হয় বলি, এতো রাত করে বাড়ি ফেরা সভ্যতার চিহ্ন নয়
বড় হয়েছে তো, বুঝে গেছে বাড়ি ফিরে সেও দয়া করছে।
অভিমান করতে চাইলেও আর পারিনা। আমি অসহায়
এখনো চোখে চোখ রাখলে কবিতার বিছানা হয়।
No comments:
Post a Comment