Sunday, September 19, 2021

If it forgets to rain

If it's humid but forgets to rain,

(And) you stand alone, burdened by pain

Play the song that belonged to you

Play it right, play it slow, play it till the end.

And play it again...and again...and again.

 

Run it backwards; to where it started

Don't fight the memories along the way

Let it be, how it was meant to be

And maybe, you'll cross paths with yourself.


Perhaps, it'll rain...or perhaps, stay the same.

Perhaps, the rhythm will find you in the end.

Love on wings

When the bombs drop from above,

At a time wrapped in translucent yellow

I won't be present by your side, singing

My song of love to you; for you've wings now

Finally, my Love...So fly away to the Unknown

 Beyond the peripheries of this myopic 6/6.


And in your flight lies the future of entangled lives

Destinies that you were born to touch, and shape

Where colours beyond the seven turn visible

And darkness rushes to catch up, but fails.


Fly away my Love, fly away...

Thursday, September 16, 2021

দাম্পত্য

আমি, আমার চার দেওয়াল, জানালা ও দরজা - আমরা 

একে অপরকে দেখি, সকাল-সন্ধ্যা; সবাই মুক্ত হতে চাই। 

দূরে, বহু দূরে সুর বাজে আমাদের, বুকের ভীষণ গভীরে 

হাত ওঠে, মুঠো খুলতেই স্বপ্ন জুড়ে পরিচিত বুকের ছাই। 

ঘুম এখনো বড় হয়নি তেমন; রোজ-ই বাড়ি ফেরে, যদিও

ফেরার সময়টা দিন দিন পিছিয়ে চলেছে; বড় হওয়ার লক্ষণ। 

মনে হয় বলি, এতো রাত করে বাড়ি ফেরা সভ্যতার চিহ্ন নয় 

বড় হয়েছে তো, বুঝে গেছে বাড়ি ফিরে সেও দয়া করছে। 

অভিমান করতে চাইলেও আর পারিনা। আমি অসহায় 

এখনো চোখে চোখ রাখলে কবিতার বিছানা হয়।

Wednesday, September 8, 2021

Let's talk about love

                     

                        Let's talk about love, Love.

                        Let's put things on the table,

                        No, not like friends, or strangers;

                        But lovers. You know, who we used to be,

                        Who I still am, you still are; we aren't.

                        Let's not pretend about the memories,

                        Stolen glances, novels and art :

                        It was never about these things; it was

                        About us, what we demanded, our hopes,

                        Or to collapse it all, our desires.


Let's talk about love, where it hurts.

Let's talk about the feelings we murdered,

The smiles we wore, trashed, lost and replaced:

Commodities, cheap and available; devoid

Of Eternity, begging for elegance; fossils

Of souls; cooked, had and stuffed into waste-bins.

Tell me, is it that smile, you are looking for?

Let's talk about love, and the truth we ignored.

Let's talk about us, and what's left in us -

Of each other; let's talk some love; and disappear.

Tuesday, September 7, 2021

Tinseltown

                         


Those that were meant to be, meant to last-

Memories, rings, smoke and shattered glass;

City of shades, stairs of entangled lives:

How it could have started, asks the wife.

The sky pours down, a lover's tiff in town

An inch closer and almost lost pronouns.

When the bells ring, let the secrets sound

A toast to possibilities, of Tinseltown.


For Wong Kar-wai's In the Mood for Love.

Sunday, September 5, 2021

অদৃশ্যের ইতিহাস

শহরের বুকে রাত নামে, আর আমার বুকে ক্লান্তি 

ইতিহাস যত ছিল কবরে বন্দী, তাদের আজ মুক্তি। 

কোথায় যাবে তারা মুক্ত হয়ে? তোমার কাছে?

তোমার ভাবনার সাথে ভাব জমাতে?

কিন্তু তুমি তো ইতিহাসের ছাত্র নও; তুমি ভবিষ্যতের

তোমার বর্তমান আমার অজানা, অদৃশ্য আমার কাছে।

আমার চোখে ধ্বংসের আগুন জ্বলছে আজ 

কান্না শুকিয়েছিল বহু আগেই, আজ হৃদয় শুকিয়েছে। 

যেদিন ইতিহাস তোমার কাছে পৌঁছবে, সেদিন দেখো 

হয়তো অবাক দৃষ্টিতে, আমরা কি ছিলাম!

কত পাপপুঞ্জের জন্ম দিয়েছি আমরা, কত হিংসা, কত ভয় -

সবাই লড়েনি - কেউ চায়নি, কেউ পারেনি; 

আমরাও সন্তান ছিলাম এই মহাজগতের বুকেই 

আমরা কখনো গড়েছি, কখনো ভালোবেসেছি 

তোমার জন্য। কখনো ইতিহাস বুক চাইলে আশ্রয় দিয়ো,

আমরা দিতে পারিনি; সময় আমাদের চালনা করেছে,

তোমার জন্য। তুমি বোধয় সময়কে চালনা করতে জানো। 

                              

                             source: josecardenas.com

Friday, September 3, 2021

জাতিস্মর

এরপরও যদি কিছু জন্ম বাকি থাকে
সংগীত শিখবো কবীর সুমনের থেকে,
আড্ডা দেবো অঞ্জন দত্তর সাথে,
মাছ ধরবো মাঝ সমুদ্রে, চাঁদে হাঁটবো তোমায় নিয়ে;
অঙ্ক আবার শিখবো রতন স্যারের কাছে,
বিছানা ভেজাবো মা বাবারই মাঝে
আবার পড়বো রবীন্দ্রনাথ, হ্যারি পটার;
পরবো না জামা, পরবো শুধু পঞ্জাবী
পড়বো না চোখ খুলে গর্তে, পড়বো শুধু তোমার প্রেমে।
আবার যদি জন্ম নিতে পারি, জন্মাব এই দেশেই
সাহসী হব সেবার আরও অনেকটা বেশি;
সেবার হয়তো Physics-এর ছাত্র হব না,
সেবার হয়তো গিটারটা সত্যিই বাজাতে পারবো,
ধুলো জমবে না উকুলেলের শরীর জুড়ে,
আরও একটা জন্ম পেলে শিখবো যা যা হলো না,
লিখবো না চিঠি, খেলবো না ফুটবল;
দেখবো যদিও সচিনের সেঞ্চুরি, ইডেনের 2001,
বলবো ঝগড়া না করতে, মেনে নিতে, ভালোবাসতে
মানুষ মানুষে , ভাই ভাইয়ে, হিংসার ঊর্ধে।

সেই জীবনও যদি বিফল হয়ে যায়,
আরও একবার জন্মানোর আকাঙ্খা থেকে যাবে
ঈশ্বরকে তখন বলবো, কলম রূপে পাঠাতে আমায়
আরেকটু পেছনে সময়ে; কালিতে, কালিমায় নয়,
দোয়াতে, ওনার নিজস্ব ভাবনায়, পাতায় পাতায়
যাতে যতবার প্রয়োজন, ততবার ফিরে আসা যায়।

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...