Saturday, August 28, 2021

মন্থন

যে হিসেব নতুন, অথচ নতুনত্ব কিছু নেই
সেই হিসেব করেছি রাত্রি জেগে, অকারণে।
না, সে কোনো প্রেমের হিসেব নয়; স্বল্পতার।
প্রমান করেছি, যা ছিল তার খুব একটা বদলায় না,
ধর্ম বদলায় না, বদলায় সময়ের পদচিহ্ন,
একই থেকে যায়, জীবিত, পার্থিব, আহত।
এক থাকে না শুধু শুরুর বর্ণনা, ঢুকে পড়ে কোলাহল
ঢুকে পড়ে অস্থিরতা, ঢুকে পড়ে বিশৃঙ্খলা।

খাতা বন্ধ করি আমি, কলম গোঁজা অন্তরে।
শুতে যাই স্বপ্ন দেখতে আবার, খুঁজতে নতুন অঙ্ক
নাম, খ্যাতি, পেটের জন্য নয়, অহমবোধে;
সমুদ্রমন্থনে দেবাসুর পায় ভবিষ্যৎ, ইতিহাস নীল কণ্ঠ।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...