মাঝরাতে কাক ডাকে না।
ডাকে ঝিঁঝিঁ; ডাকে নিশি।
কালপুরুষের নিচে, কংক্রিটের খাঁজে
চোখে চোখ রেখে ডাক আসে;
বুকে উঠে আসে হিমশীতল হাত,
ওষ্ঠ ভেজে ওষ্ঠের অবিচারে
উত্তপ্ত হয় ভূমি, দামামা বাজে অন্তরে,
পিছিয়ে যায় আদর্শ, পিছিয়ে আসি আমি।
রেডিও যায় থেমে, গল্প ডাস্টবিনে
কবিতারা তবু এখনও আয়না চেনে ।।
No comments:
Post a Comment