Sunday, August 1, 2021

রাতের শহর

রাতের শহরে কি না দেখা যায়!

মেঘে ঢাকা আকাশের আলো,
খসে পড়া কিছু তারকা এলোমেলো
প্রাচীনের কোলাহল, আধুনিক ঘোলা জল
কোথাও শুরু, কোথাও শেষ, কোথাও চঞ্চল -
হেঁটে চলে দুটি প্রাণ, এক ফালি অভিমান
আঁকাবাঁকা পথে মুক্তমনা মৃদু হৃদয়ের গান।

তুমি আর আমি শেষে, চর্চা করি দেশের
জীর্ণ গ্রন্থাগারের চিঠি মানুষের উদ্দেশে
যা লেখা হয়েছিল তবু পড়া হয়নি আজও -
নতুন পদক্ষেপে তাই বাধ সাজে আন্দাজও।

থাক তবে আজ লেখা, থাক যত ভালোবাসা
প্রিয় শহর, তোমার তুলি এক ক্যানভাস কুয়াশা ।।



No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...