Friday, June 25, 2021

দখল

ভাষায় দখল নেই আমার,

থাকলে তো কবেই কবি হয়ে 

তোমার বাদ্যযন্ত্রে বদ্ধ হতাম। 

আসলে দখল নেওয়ায় আমি নেই 

আমি অনন্তের যাত্রী,

তাই তোমার সঙ্গীতের  কণা আমি 

মিলিয়ে গিয়েছি বিশ্বে,

তোমার অস্তিত্বের ব্রহ্মাণ্ডে ।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...