Sunday, June 20, 2021

আবেগের ইতিকথা

সঞ্জীবের হয়তো আর কিছুই লেখার নেই।

ইচ্ছে থেকে গেছে শুধু; ক্ষনিকের, অনন্তের।

ক্ষন পড়ে আছে কিছু স্টেশনের বেঞ্চে

সঞ্জীব নেই; না এখানে, না সেদিনের আবেগে।

ট্রেন ছুটে ছুটে আসে, পাল্লা খোলে, আবেগ তাকে খোঁজে

বিমর্ষ কুকুর যেমন তার প্রভুর অপেক্ষায়

নিজের অস্তিত্বকেই অগ্রাহ্য করে, তেমনই;

কিছু আবেগ দুঃসাহসী, দৌড়ে যায় দরজায়

মুখের ওপর বন্ধ হয়ে যায় বাস্তব, এগিয়ে চলে ট্রেন;

ভারসাম্য হারিয়ে পড়ে যায় অতীতের কণা,

রক্তাক্ত চাকা ধুয়ে যায় ইতিহাসের স্রোতে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...