Thursday, June 24, 2021

এই তো কিছুদিন আগেও

 এই তো কিছুদিন আগেও কাঙাল ছিলাম বড় 

সম্পর্কে, সাহিত্যে, মধ্যরাতের বর্বরতায় ;

ভাবতাম, তোমার শ্রেণী দ্বিতীয়, ধুরন্ধর। 

ভাবতাম, শরীরে না থাক, মেজাজে পৌরুষ আছে -

 পৌরুষ! কি আশ্চর্য না তার রূপ?

আয়নার সামনে দাঁড়িয়ে কখনো ভেবে দেখিনি,

জীবনের মুখোমুখিও ভাবার অবকাশ ছিল না -

এই পৌরুষ নিছক আলেয়া, অবাস্তব, কল্পনা। 

ভেবে দেখিনি, এই পৌরুষ তোমারই সম্পত্তি;

যা নিজের ভেবেছি, তা তোমারই দান -

যখন চেয়েছো দিয়েছো, ইচ্ছে মতো ফিরিয়েও নিয়েছো 

বারবার। তাও, এই তো কিছু দিন আগেও 

অহংকারে ঝিমঝিম করেছে মাথা, টলমল করেছে পা 

জিতে নিতে চেয়েছি না চাওয়ার সূরা,

আগুন জ্বেলেছি শিশির ভেজা তৃণে ,

অবহেলার বৃষ্টি তপ্ত ঘন কাননে,

এই তো কিছুদিন আগেও ঘেন্না করেছি তোমায়। 


কিন্তু এই তো কিছুদিন আগেই, বাঁচতে শেখালে তুমি 

চিনতে শেখালে অতীত, মেলতে শেখালে প্রাণ,

ধরতে শেখালে হাত,হাসতে শেখালে সাথে, যন্ত্রের বুকে গান;

এই তো সেদিনও আমি ভালোবাসিনি তোমায় 

তাই তো এরম রাতে কবিতা লিখতে হয়।


No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...