Tuesday, June 29, 2021

Miles

 I left kilometers behind each day

Running and running, wildly ahead,

Concerned, only of what I've wanted to lose

And the silly things, that I've managed to gain;

Proud of my run, proud of my dripping sweat

I gathered a glow, tough to digest.


I suddenly reflected, from the mirror's shine

And realized, it was a treadmill all the while.

Now I sat by my miles, reminiscing on time-

Left unattended and untouched, left behind.

There was a flash, a smell, a fading smile

As I sat silent, motionless, by the running miles.

Friday, June 25, 2021

দখল

ভাষায় দখল নেই আমার,

থাকলে তো কবেই কবি হয়ে 

তোমার বাদ্যযন্ত্রে বদ্ধ হতাম। 

আসলে দখল নেওয়ায় আমি নেই 

আমি অনন্তের যাত্রী,

তাই তোমার সঙ্গীতের  কণা আমি 

মিলিয়ে গিয়েছি বিশ্বে,

তোমার অস্তিত্বের ব্রহ্মাণ্ডে ।।

Thursday, June 24, 2021

এই তো কিছুদিন আগেও

 এই তো কিছুদিন আগেও কাঙাল ছিলাম বড় 

সম্পর্কে, সাহিত্যে, মধ্যরাতের বর্বরতায় ;

ভাবতাম, তোমার শ্রেণী দ্বিতীয়, ধুরন্ধর। 

ভাবতাম, শরীরে না থাক, মেজাজে পৌরুষ আছে -

 পৌরুষ! কি আশ্চর্য না তার রূপ?

আয়নার সামনে দাঁড়িয়ে কখনো ভেবে দেখিনি,

জীবনের মুখোমুখিও ভাবার অবকাশ ছিল না -

এই পৌরুষ নিছক আলেয়া, অবাস্তব, কল্পনা। 

ভেবে দেখিনি, এই পৌরুষ তোমারই সম্পত্তি;

যা নিজের ভেবেছি, তা তোমারই দান -

যখন চেয়েছো দিয়েছো, ইচ্ছে মতো ফিরিয়েও নিয়েছো 

বারবার। তাও, এই তো কিছু দিন আগেও 

অহংকারে ঝিমঝিম করেছে মাথা, টলমল করেছে পা 

জিতে নিতে চেয়েছি না চাওয়ার সূরা,

আগুন জ্বেলেছি শিশির ভেজা তৃণে ,

অবহেলার বৃষ্টি তপ্ত ঘন কাননে,

এই তো কিছুদিন আগেও ঘেন্না করেছি তোমায়। 


কিন্তু এই তো কিছুদিন আগেই, বাঁচতে শেখালে তুমি 

চিনতে শেখালে অতীত, মেলতে শেখালে প্রাণ,

ধরতে শেখালে হাত,হাসতে শেখালে সাথে, যন্ত্রের বুকে গান;

এই তো সেদিনও আমি ভালোবাসিনি তোমায় 

তাই তো এরম রাতে কবিতা লিখতে হয়।


Sunday, June 20, 2021

শিরদাঁড়া

আমার মনে আছে মামাবাড়িতে মাথা ফেটে যাওয়া,
আমার মনে আছে সেই জানালার মাপ, আমার কান্না,
মনে আছে স্টিলের গামলায় ধোয়া রক্তের দাগ
মনে আছে জীবনের অসংখ্য ভুলের সেই এক সূচনা;
আমার মনে আছে তোমার বাড়ি ফেরার কথা ছিল সেই রাতে,
তুমি ফেরনি; আমি জড়িয়ে, ধরে ছিলাম তোমায়।

আমার মনে আছে চিত্তরের অগ্নিকুন্ড দেখতে যাওয়া,
মনে আছে মীরা বাইয়ের মহল, মনে আছে ফতেহপুরে তোমার তোলা আমার ছবি
মনে আছে আমায় এক একটা করে তারামণ্ডল চিনিয়ে দেওয়া,
মনে আছে চাউমিন এনে খাওয়ানো, মনে আছে সাঁতারে প্রথম ভাসতে শেখা,
মনে আছে যখন সবাই গবেট বলেছিল, সেদিন আমায় ঘড়ির অঙ্ক শিখিয়ে দেওয়া।

স্পষ্ট মনে আছে যেদিন ক্লাস 12-এর রেসাল্ট বেরোলো, সেদিন তোমায় বলতে পারা,
"আমি Physics পড়বো", আর তাতে তোমার এক বাক্যে সায় দেওয়া।
আমার মনে আছে তখন ঠাকুমার শরীর ভালো নেই, আমার মনে আছে তোমার আমার পাশে থাকা।

আমার মনে আছে কলেজের দিনগুলো, হাতে ATM ধরিয়ে দিয়েছিলে তুমি,
বিশ্বাসের মর্যাদা রাখতে তুমিই শিখিয়েছিলে।
যখন সুদূর তামিলনাড়ু আমার ঠিকানা, সেদিনও জানতাম মাকে তুমিই সামলে নেবে।
যেদিন ফোনে কেঁদেছিলাম জীবনে প্রথম ফেল করবো ভেবে, 
মা তোমাকে ফোন ধরিয়ে দিয়েছিলো,
তুমি বলেছিলে, "করলে করবি, কি আছে?"

আমার মনে আছে কলকাতায় ব্যালকনিতে বসে বিজয়া দশমীতে আমাদের আলোচনা,
কত সহজেই বুঝেছিলে আমায়, যদিও জানতাম তুমিই বুঝবে।
আমার সবই মনে আছে বাবা, ছোটবেলার জামা কেনা থেকে বিদেশের প্রথম ফ্লাইট,
আমার কলেজের প্রথম দিনে বৃষ্টিতে ভিজে সাথে যাওয়াও,
তোমার খুব আনন্দ হয়েছিল, তোমার ছেলে Xaverian।

যেদিন জ্যামের রেসাল্ট বেরোলো, তুমি চেয়েছিলে খড়্গপুরে যাই,
আমি তখন তোমাদের থেকে দূরে পালাতে ব্যস্ত, স্বাধীনতার হাতছানি 
তুমি দ্বিতীয়বার বলোনি, মেনে নিয়েছিলে সহজেই।
শুধু সেই জন্যই অত সহজে আমিও ঠিক করে নিয়েছিলাম পি.এচ.ডি কলকাতাতেই করবো,
তুমি কখনোই কিছু বলোনা, জানি সেদিন খুব আনন্দ পেয়েছিলে।

যখন ভাবি তুমি আমার বয়সে কত দায়িত্বের বোঝা সামলেছ,
অবাক হই, আমাকে তো তুমি নরম বানাওনি।
মুখে কোনোদিন বলোনি কি ভাবে লড়াই করতে হয়,
তাহলে কি ভাবে শেখালে আমায় রুখে দাঁড়াতে?
অন্যায়কে মেনে না নিতে, তুচ্ছকে মহান না ভাবতে?

আমার তো তোমার কাছে কত অসংখ্য অভিমান
তোমারও কি দাদুর কাছে এত অভিমান ছিল?
জড়িয়ে নিশ্চই ঘুমাতে না দাদুকে; সুযোগ পেতে না বলে?
যেমন আজ আমি পাইনা, সাত সমুদ্র দূরে ব'সে?

তুমি দু'বার ভিডিওগেম কিনে দিয়েছিলে আমায়।
প্রথমটা  বেশি দিন টেকেনি, আমার শখের মতোই।
পরেরটা যখন এলো, আমি তখন বড় হব হব করছি,
আজও সেই হব হব পালাই চলে যাচ্ছে, হচ্ছি কই?

 নিজেকে শক্ত রাখতে রাখতে নিজেকেই ভুলে গেছি
এত তো বন্ধু এলো জীবনে, জানো, সেই গৌড়ের পীরের কথা মনে আসছে,
যে বলেছিল, জীবনে একটাই বন্ধু হয় যেন - 
আমার একমাত্র, প্রকৃত বন্ধু একজনই হয়েছে। বাবা তুমি।

আবেগের ইতিকথা

সঞ্জীবের হয়তো আর কিছুই লেখার নেই।

ইচ্ছে থেকে গেছে শুধু; ক্ষনিকের, অনন্তের।

ক্ষন পড়ে আছে কিছু স্টেশনের বেঞ্চে

সঞ্জীব নেই; না এখানে, না সেদিনের আবেগে।

ট্রেন ছুটে ছুটে আসে, পাল্লা খোলে, আবেগ তাকে খোঁজে

বিমর্ষ কুকুর যেমন তার প্রভুর অপেক্ষায়

নিজের অস্তিত্বকেই অগ্রাহ্য করে, তেমনই;

কিছু আবেগ দুঃসাহসী, দৌড়ে যায় দরজায়

মুখের ওপর বন্ধ হয়ে যায় বাস্তব, এগিয়ে চলে ট্রেন;

ভারসাম্য হারিয়ে পড়ে যায় অতীতের কণা,

রক্তাক্ত চাকা ধুয়ে যায় ইতিহাসের স্রোতে।

Saturday, June 19, 2021

Cambridge, Bridge of Sighs

As the lamps come alive in these rainy nights

I wonder whether the streets and bricks still care!

Leaves desperate, succumb to the nomadic breeze

As a silence descends on Cam's ripples.

 


 

 

Midsummer's Common deals with its lost stars

As dark clouds stab its breast, envious.

An old punt slides beneath the Trinity bridge,

The Cox kisses his bride in silence, and in grief.

 

Caged, souls flutter their wings on the Bridge of Sighs

Ancient walls, erect in discipline, stand immobile;

 A matchstick ignites the soft Granchester air

And lips part ways; for in civilizations, silences are rare.


Here lies a city, glorious in day, insomniac at night

With a history of broken hearts, and a Bridge of Sighs

The world has respected and preserved its might

But what about those lovers, lost in their prime?

 

** https://sfmoma-media-dev.s3.us-west-1.amazonaws.com/www-media/2018/08/25184416/2006.131_01_b02-Large-TIFF_4000-pixels-long.jpg

Wednesday, June 16, 2021

The Tracer

There's a tracer, pushing its restraints away, confident

Away it goes, towards escape, towards being free;

Unaware of its karma, gathering a pile of mass

Right ahead of itself, the environment slows it down

Until the dead, passive mass reaches criticality;

This is where the tracer, ballistic, proud, has to stop.

But here's the catch;

The tracer has learnt to fool the world.

It reduces its step size, and what you then see

Will blow your mind, and the tracer away to infinity.



What often appears dead, has still some life left.

Tuesday, June 15, 2021

👁️ on the sky

For how long shall we speak of the sky?
The sky is not there; it never was.
I wonder how it looks from Jupiter,
Or from a dead star beyond the Solar System!
Is it all dark, or is it crimson red?
Is it what it should be, anywhere else?
What is a dead star, by the way?
Are we alive until we burn, or until we stay?
Who decides the rules and who gets to play?
Is a dead star full of coal? Is it only a planet?

I look up to the Sky, for I have stories to tell,
I have a stomach to feed and dreams to sell.
Time glides by countless stars, careless;
Infinite's irony, glued to periodic frames.

Monday, June 7, 2021

What it means

If it rains, it must pour

Else it ought to stay overcast,

With a touch of breeze,

But not a drop of water;

Listening to whispers

Of the fermenting grass,

And peeking through the dew

For a few musings new -

For whatever it means,

I do succumb to the peace

That softly transcends bliss,

Oh what it means to kiss ...!

Only a poet

I am but only a poet,

Half, may be at best

The better half stays silent

And inspires itself.

This one, lives in fragments

So a fragment is all you get;

A fragment of a poet,

Detached from the rest.

 

 

মুহূর্ত মিনার

 কিছু মুহূর্ত তুমিও ধার করেছিলে সময়ের থেকে

ধার করেছিলে, তাই হয়তো ফিরিয়ে দিয়েছ সহজেই।

আমার মতো কাঙালরা শুধু চুরি করতে পারে

আর নিজের মিনারে ঠেসে লুকিয়ে রাখে;

হাজার বছর পর যেদিন দেওয়াল ধুলোয় মিশবে

এই জীবন বাজি রাখা মূহুর্ত গুলোও ধুলোই হবে।


তাই মার্বেল দিয়ে তোমার সমাধি সাজাই,

যাতে মানুষ দেখতে আসে আমাদের,

আর এই মুহূর্ত গুলো কিছু সাথে নিয়ে যায়।

চোর আমিও নই; সময়ের ঋণ ঠিক সময়েই হারায়।।

Thursday, June 3, 2021

The Librarian

 A silent leaf speaks to me, of you

A narrow lane, and a river through dusk;

I was a bystander once, today and tomorrow.

Like the waves a punt gives birth to

In the calm, beaky strokes of morning,

Dew-drop's existence on the leaf of sorrow.

I wish I were a bookshelf, even if hollow

The wood's on rent, if only you'd followed ...

And I've lost the time I needed to borrow.

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...