Friday, April 2, 2021

Prem Tame (#Holona)

 ভাবুন তো, আপনি মিষ্টির দোকানে ঢুকে বললেন , "এই কেষ্ট, কালাকাঁদ-টা ভালো হবে তো?" আর তাতে উত্তর এলো, "আমার কালাকাঁদ এখানকার crème de la crème ." 

 ঠিক বিশ্বাসযোগ্য নয়, তাই না? ঘটতেই পারে, তবে ঘটলে আপনি চমকে যাবেন কারণ এই ধরণের ঘটনা "অস্বাভাবিক"।

সব মানুষের ভাষা নিজস্ব। তাই রক্ত-মাংসের মানুষকে কল্পনা দিয়ে ফুটিয়ে তুললে তার সংলাপের ওপর বিশেষ দৃষ্টি প্রয়োজন। বুদ্ধিমান বাঙালী পরিচালকরা আজকাল সহজেই বোকার মতন ভুল করে ফেলেন। সব চরিত্রই যদি আমার আপনার ভাষায় কথা বলতো, তাহলে কথা আর ডাকের মধ্যে পার্থক্য আদৌ থাকতো কিনা জানিনা। কিন্তু অনিন্দ্য চ্যাটার্জীর "প্রেম টেম" মালগাড়ি যখন আকাশ জুড়ে কয়লার ধোঁয়া ছড়িয়ে মফস্সলের দিকে চলে গেল, আমিও অপুর মতো হা করে চেয়ে থাকলাম। মনে হলো, রেলগাড়ি তবে স্টীমার-স্টীমার গন্ধ। 

আমরা কার গল্প বলছি?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...