Friday, April 23, 2021

স্থির

I wonder about History,

An eternal world-line, alone

In as much its existence, as in absence

A mute spectator, unmoved, unhinged;

Whether in meditation, or indifference

Calm in its absolution; infinite

Wrapped in ashes of eventuality,

না ভূত, না ভবিষ্যৎ, পূর্ণ অথচ মহাশূন্য 

A void encompassing it all, beyond and within.


I bow down to you, for I must.

তুমি বলো "সমাজ! সমাজ!"

আমি বলি দাবানল 

ফিরে দেখি; কিছুই তো নেই,

এ কোন মায়া তোমার, নাথ?

ছুটে চলেছে সব ফেলে দ্রুতবেগে

অথচ, ইতিহাস স্থির।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...