কত অন্ধকারকে হত্যা করে জন্ম নিলো সভ্যতা
জ্বলে উঠলো আলো, অসংখ্য ছোট ছোট চিতা
পুড়ে যাওয়ার শব্দ, গন্ধ হারিয়ে গেলো মধ্যরাতে
নদীর বুকে নিভে যাওয়া সেই সব তরঙ্গের স্রোতে।
আলোর অন্তর্ধানে ঠিকানা হারায় গ্রাম, ভেঙে যায় শহরের ভিদ
সময়ের খাঁজে মৃৎপ্রদীপের শিখায় নিজের আত্মা জোড়ে শহীদ
লাল হয়ে আসে আকাশ, সমুদ্র গাঢ় নীল
অন্ধকারের গর্জন বুকে চেপে কেবল ছুটতে থাকে অতীত।
No comments:
Post a Comment