Tuesday, April 13, 2021

রাজকন্যা

রাজকন্যার বিশ্বাস আজও অক্ষম সেই রূপকথায়

সোনায় - রুপায় না, তার বিশ্বাস মুক্তির দোলায় 

অসীমের নীল বুকে এক - দু ফোঁটা ঘন সাদায় 

বৈশাখের বর্ষা ছাটের মুকুল মাখা মৃদু হাওয়ায় ;

 

আর হবে নাই বা কেন?

রাজপুত্রকে উদ্ধার করেছে রাজকন্যা স্বয়ং। 

এই রূপকথা তার নিজের হাতে গড়া 

সে গুপ্তবিদ্যা অন্তরালেই থাকুক বরং।

No comments:

Post a Comment

Exodus

What is life but a series of exodi - A child's birth from a safe, nurturing womb A boy learning to walk by himself A young man yearning ...