ক্লান্তিতে ঢেকে আসে চোখ, পেটে জাগে ক্ষুধা
চিরপরিচিত অভ্যাসে ফেরে মন, ঘুম, বসুধা
রাত্তিরে জ্বলে আলো, ভোরের তারায় নিশুতি
অঙ্কের পাতায় পাতায় জমতে থাকা আকুতি;
ভাবনায় দেখি ভাবনার উৎস, নিভতে থাকে মোম
বারবার গলে, বারবার পোড়ে আত্মাহুতি হোম
নেমে যায় ক্ষুধা, হারায় বাসনা নতুন কালের খোঁজে
খুঁজছো তুমি কাকে পথিক, এতো ভয়ে, লাজে?
থাক না সেসব কথার কথা, সময়টাই বড় বাজে
দিনের শেষে তোমায় পেয়ে সেই মন লেগেছে কাজে।
No comments:
Post a Comment