যে সব কথার ঠিকানা নেই,
তাদের যদি জন্ম হয়?
কোথায় আশ্রয় পাবে তারা?
অনাথ আশ্রম? আছে আদৌ?
তাহলে কে যত্ন করবে তাদের?
কে খেতে দেবে? কে দেবে শুতে?
সব কথাই তো শুতে চায়।
যাদের ঠিকানা নেই, তাদের আশ্রয় কোথায়?
ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...
No comments:
Post a Comment