Thursday, February 11, 2021

সকাল শয্যা

 হয়তো মেঘ করেছে পর্দার ওপারে

হয়তো বরফ জমছে রাস্তার বুক জুড়ে

আমার অস্তিত্ব ঢেকে রেখেছে বিলিতি কম্বল

ঘুম ভেঙেছে তোমার থেকে দূরে।

মাথার পাশে ব্যাসদেব বনাম বাল্মীকি

আর ভেতরে কিছু correlations in 1d

সূর্য যদি উঠেও থাকে আকাশে

বন্ধ চোখে না হয় বাড়তে থাক কেলেঙ্কারি।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...