হয়তো মেঘ করেছে পর্দার ওপারে
হয়তো বরফ জমছে রাস্তার বুক জুড়ে
আমার অস্তিত্ব ঢেকে রেখেছে বিলিতি কম্বল
ঘুম ভেঙেছে তোমার থেকে দূরে।
মাথার পাশে ব্যাসদেব বনাম বাল্মীকি
আর ভেতরে কিছু correlations in 1d
সূর্য যদি উঠেও থাকে আকাশে
বন্ধ চোখে না হয় বাড়তে থাক কেলেঙ্কারি।
No comments:
Post a Comment