Thursday, February 11, 2021

বরফ

নেমে আসে প্রাচীন ঐতিহ্যের বুকে চাঁদের শীতল প্রলেপ 

রেখে যায় চিহ্ন সকালের ঝলসানো বরফের সাম্রাজ্যে

রাতে কি কি হয়, তা রাত জানে, আর জানে অন্ধ মহাকাশ 

সূর্যের তেজ ধার করে তুমি হুঙ্কার ছাড়ো, "অন্ধ কার?"

মনে মনে ঈশ্বর ভাবো নিজেকে, হাতের মুঠোয় সন্ধ্যা-তারা 

নিভে যেতে যেতে বলে যায়, "এ রাত থাকলো জমা। "


তুমি ফেরো মাটির দিকে, 

দিনের আলোয় হাহাকারের ছ্যাঁকা এসে লাগে বুকে

শিশির সমাধি ছড়িয়ে আছে বরফের নিঃস্তব্ধ তান্ডবে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...