Sunday, June 3, 2018

এক এককে দুই

কেউ হিসেব রাখছে না,
রাখার কথাও ছিল না কারোর,
তোমার দুঃখের, প্রেমের,
অনুরাগের, অজুহাতের,
মন নেওয়ার, মন ভাঙার,
উল্লাসের, সাফল্যের, স্তব্ধতার;
কেউ তোমার নিঃস্বাসেরও কোনো হিসেব রাখেনি।

মিছেই নিজে, নিজের সাম্রাজ্য গড়েছো
তাতে লুটিয়ে আছে কত আশ্রয়াকাংক্ষীর মৃত দেহ
প্রাসাদ উঁচু হতে হতে তোমার সম্বিৎ হারিয়েছে
বহুকাল আগে; এখন তুমি নিঃস্ব, ঠিক আমারই মতো।

No comments:

Post a Comment

Exodus

What is life but a series of exodi - A child's birth from a safe, nurturing womb A boy learning to walk by himself A young man yearning ...