চুপি চুপি পা টিপে বিকেলে
প্রেমে টেমে ভরে কার খাতা?
মেঘের আড়াল থেকে গল্প শুনি,
আমি? তুমি? না কলকাতা?
ব্যালকনি উঁকি মারে ইশারায়
ঘুম ভাঙে কলীদের কেষ্টর
আজও কত হাবিজাবি ভেবে চিনতে,
দেখো আমার তোমার প্রেম নষ্ট!
কিছু কিছু চাওয়া থাকে কবিতায়
আর কিছু কিছু ঘাটে জল খাওয়া চাই,
কিছু কিছু মানুষের চোখ চাওয়া চাউইতে
দর্শন বুঝি হলো হাওয়া তাই ...
ঘুরে ঘুরে শেষে যদি ফিরে যাও
বৃষ্টি নামতে পারে সন্ধ্যেবেলায়!
সারাদিন ঘাম মুছে আর কি পেলে বলো
তোমার সাজানো কলকাতায়?