আমরা বেঁচে আছি আজও, সন্ধ্যেবেলার প্রেমিক
বিকেলের ক্লান্তি মাখা জীবনের ফেরিওয়ালা
ঘরের হাতছানি; ঠিক দরজা খোলার আগে
গোধূলির রঙে মুখ ধুয়ে তোমার দিকে ফেরা ।
গগনের বুক জুড়ে নিদ্রাতীত জ্যোৎস্নার ডাক
ঘরে ফিরে আসা পরিযায়ী কবিতার ঝাঁক
আলো নেমে আসে, আকাশ থেকে উঠোন
তোমার নয়নে প্রদীপ শিখার রক্তিম বাঁক।
আমরা সাঁঝপ্রেমিক।
আমাদের আলো নিভে যায় আলোয়
কল্পনায়, কবিতায়, হৃদয়ে।
রাত নেমে আসে তমসা ফোটার আগে;
আমরা হারিয়ে যাই, প্রতিদিন -
যামিনীকে ফাঁকি দিয়ে
টগরের মুগ্ধতা ছড়াতে।
No comments:
Post a Comment