Monday, December 11, 2023

আগুন লেগেছে বনে বনে

আগুন লেগেছে বনে বনে
ক্ষণে ক্ষণে, মনে মনে।
তোমার - আমার মনে -
বেহুঁশ জন্তুদের মান-এ।

রং নীল, বর্জনের আভা তার রূপ
বর্জন পবিত্রতার, সংস্কারের।
ভস্ম জমে আছে খেলাঘরের মুখে
শৈশব বদলাচ্ছে রূপকথায়, যেমন হয়।

গতকালের বাক্য
আজ ছন্নছাড়া কথার ভীড়।
ধ্বংসের নৈবেদ্য,
গড়মিল; ইতিহাসের বীর ।

দেশ আছে, দশ নেই।
সম্পর্কে সমতা নেই।

বৃষ্টির দিগন্তে মেঘের অস্তিত্বও নেই ।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...