ক্ষণে ক্ষণে, মনে মনে।
তোমার - আমার মনে -
বেহুঁশ জন্তুদের মান-এ।
রং নীল, বর্জনের আভা তার রূপ
বর্জন পবিত্রতার, সংস্কারের।
ভস্ম জমে আছে খেলাঘরের মুখে
শৈশব বদলাচ্ছে রূপকথায়, যেমন হয়।
গতকালের বাক্য
আজ ছন্নছাড়া কথার ভীড়।
ধ্বংসের নৈবেদ্য,
গড়মিল; ইতিহাসের বীর ।
দেশ আছে, দশ নেই।
সম্পর্কে সমতা নেই।
বৃষ্টির দিগন্তে মেঘের অস্তিত্বও নেই ।।
No comments:
Post a Comment