Saturday, July 22, 2023

প্রতিচ্ছবি

প্রিয় তৃতীয় বিশ্ব 

অস্থিসার অস্তিত্ব 

তুমি, মহাশূন্য 

আমারই মতো - বিধ্বস্ত। 


আমরা; বলতে চাইছি কত কিছু 

সম্পর্কের উজানে; শান্ত প্রতিরোধে;

ভেসে যাচ্ছে সভ্যতা। অভাবে। 


যারা নগ্ন হতে চাইছে না 

তারা কি আদৌ বেঁচে থাকবে?

আগামীর নিষ্ঠুর নীরবতা

মাংসাশী। শুধুই থেকে যাবে


অস্থিসার অস্তিত্ব ?

যেমন আমরা আছি আজ 

ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে

পূর্ব প্রজন্মের।

No comments:

Post a Comment

Exodus

What is life but a series of exodi - A child's birth from a safe, nurturing womb A boy learning to walk by himself A young man yearning ...