Wednesday, July 19, 2023

জীবনরেখা

নদী সমুদ্রে মেশে; এই তার ধর্ম। 

পরিচ্ছন্ন বাল্যকাল পেছনে ফেলে 

যৌবনের কালিমা মেখে 

সাগর প্রান্তরে বালু জমিয়ে 

নোনা জলে তার মুক্তি। 

 বটে? 


কিছু নদীর জীবন আলাদা -

তার নামার পথে মাটি উঁচু হয়ে ওঠে 

নদীর গতি, পথ রুদ্ধ করে দাঁড়ায়;

চঞ্চল, সাবলীল স্রোত যেন হঠাৎ সম্বিৎ পায় -

তার মুখে, চোখে তখন বাঁধনের প্রতিচ্ছবি,

অস্তিত্ব জানান দেয় নিজের - 

অকপটে। 

 

সমাজ বলে এ তো বন্দীদশা !

মুক্তি নেই, উদার আলিঙ্গন নেই, 

সমুদ্র বলে, গভীরতাও নেই। 

নদী অন্তরমুখী হয় - তার মধ্যেও তো প্রাণ আছে 

কেন তবে তাকেও সাগরে মিশতে হবে?

সাগর নিজেও তো বড় বিল ছাড়া অন্য কিছু নয়;

এতই গভীরতার অহংকার - আলোর অভাবে দেখতে পায় না 

তার সর্বস্ব নোনা ধরে গেছে।


নদী চুপ থাকে।

তার মিষ্টত্ব আছে।

No comments:

Post a Comment

Exodus

What is life but a series of exodi - A child's birth from a safe, nurturing womb A boy learning to walk by himself A young man yearning ...