ঘুম থেকে উঠেই বইবো বাজারের থলি।
খসবে না পান থেকে চুন, দেওয়াল থেকে বালি
শব্দ আছে অনেক, আছে দোয়াত ভরা কালি।
দিন যাপনের গাঁথা, বা রাত পোহানোর কাঁথা
সকাল সকাল বেরোলেও দেবো সন্ধ্যে ভরা কথা।
চাইনিজ যত ভাত, কিম্বা মোগলাই বা পাঠা
স্বাদ বলবে তুমি - সে জল হোক বা আঁঠা।
ট্রেন ধরবো সাথে, সুদূর ডান হইতে বাম
চলতি সাধু তোমার লগে সোজা নবদ্বীপ ধাম।
মান করলে সীতা - এ নবজীবনের রাম
সুড়ঙ্গ পথেই না হয় দেবে ভালোবাসার দাম।
তাছাড়া থাকবে ছাত, থাকবে মত্ত হাওয়া
থাকবে অনেক দেওয়া, থাকবে প্রচুর পাওয়া ।
থাকবে না মিছে গর্ব, মূল্য পাবে চাওয়া
অন্তমিলে থাকুক কেবল তোমার এগিয়ে যাওয়া।
No comments:
Post a Comment