আমি বসে বসে ভাবি, ঘণ্টা বাজবে একদিন
মনের ভেতর, সমস্ত শরীরকে বিদ্যুতের ছ্যাঁকা দিয়ে ।
দাঁড়িয়ে উঠবো হঠাৎ; শিরদাঁড়ায় ভর দিয়ে
দৃষ্টি দেখবে না যা দেখা যায়, সে হবে স্থির -
জীবনে প্রথমবার নিজের লক্ষ্য দেখতে পেয়ে।
বাঁধন ছিঁড়ে যাবে এক এক করে, টের পাব না বাস্তবের
হঠাৎ যেন ছুটতে পারবো সেদিন; প্রথমবার
যেভাবে কোনোদিন পারিনি।
এই যে আমি বসে বসে ভাবি - এর মধ্যেই
অঙ্ক মিলিয়ে ফেলে শত শত মানুষ, কেউ জিতে নেয় সোনা
কেউ নতুন নতুন ফন্দি এঁটে ফেলে জীবনের জয়গানের
কেউ রেখে দেয় নিজেকে অন্যের কোলে -
কত মানুষ কত কাজ করে ফেলে, জীবনের তাগিদে
আর আমি - বসে বসে ভাবি -
কবে নিঃসংকোচে নিশিডাক দেবে চেতনা !
সেদিন আমি কি দেবো চেতনাকে?
No comments:
Post a Comment