ভেঙে যায় এক আগাছা-মোড়া বাড়ি,
বুলডোজারের স্বপ্ন-মাখা দাঁতে
পুকুরপাড়ে ডোবার প্রতীক আমি
চোখ বুজে নিই আলতো দুই হাতে
আমার নাকি রাজমুকুটের মাথা
থমকে থাকা জীবন অট্টহাসে
আকাশ ভাঙে গর্জে ওঠা কথায়
নীরবতা যেন কালির দোয়াতে ভাসে
ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...
No comments:
Post a Comment