তুঙ্গভদ্রার তীরে মহাভারতের অন্য রূপ। সেখানে কৃষ্ণ বা অর্জুন বাজিমাত করেন না; বংশীধারী স্বয়ং শেষনাগ। সংগীতের নাগপাশে বাঁধা পড়ে প্রেম, নৃত্যে মত্ত মঞ্জিরা। ধূর্ত বাঙ্গালীর কঠিন শৃঙ্খল, তুমি দেখতে পাচ্ছ কি? কবির অষ্টম সর্গ; নবদ্বীপের চন্দন তোমার জন্য। মাঝরাত্রের মৃৎপ্রদীপের শিখা অগ্নিকন্যার চোখে, ঘুমের অন্দরমহলে।
প্রাগৈতিহাসিক মেঘের ছটায় রঙিন হোক রট্টা যশোধরা।
No comments:
Post a Comment