Thursday, April 28, 2022

সুন্দরী কমলা

 লিখতে বসে হাত কাঁপলে মুশকিল;

মেঘ কাটা সন্ধ্যে, এইট-বির গরমিল 

মিঠে হাওয়ায় ভেজা ঠোঁটের কোনার তিল 

আর কিছু অসম্ভবের স্বপ্ন বাতিল -

ব্রেক খাওয়া মন, কানেক্টরের অটো

থমকে থমকে এগোনো, যাতনা যত;

বাড়ালেই হাত, তবু আড়ালে ফটো 

দীর্ঘশ্বাস সময়; যেন আমারই মতো -

চা-কাপ হাতে, ফুচকার স্বাদ

 কমন রুম, পোস্টার, স্লোগানের দোয়াত 

 শূন্য দেওয়াল, শূন্য মনের ফাঁদ

দরজার এপার শুধু ওপারের অজুহাত ;

জানালা-প্রান্তে আকাশ কিছুটা কালো

সবুজ সালোয়ার; আড়ালে লাল আলো 

রোমিও-জুলিয়েট-তীর্থ অনেক তো হলো,

তাই আমায় বরং কমলা হলেই বোলো।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...