Monday, March 28, 2022

আমার ইচ্ছেগুলো

 যার কথায় লিখতে শেখা 

নিজের তুচ্ছ শব্দগুচ্ছো 

পুড়িয়ে ফেলার কিছুটা আগে;

তুচ্ছ, অথচ অমূল্য,

দরদামে বিক্রি হয়েছে হাওয়ায় হাওয়ায়;

গন্ধে নেই, ছন্দে নেই, অস্তিত্বে নেই 

নেই-এর পাহাড়ে থাকার আশ্রয় নেই;

মধ্যরাত, বুকের ভেতর নতুন দোয়াত -

আছে তবু - না থাকার গল্পের ধ্বংসস্তূপ।

সায়াহ্নে ভোরের আভা সাদায় সদায় অমসৃণ 

ছিটকে যাওয়া গোলাপীর মত 

আমার অভিমান; উড়ে, সুরে জুড়ে রঙিন।

যদি রং খেলতে বিকেল অপ্রস্তুত 

হয়ে সন্ধ্যাতারার অপেক্ষায় কেঁদে ওঠে 

রাত যদি শূন্যস্থান হয় পৃথিবীর স্থিরতায় 

যা হয়, হয় না, তার কোনটাই বা সয়?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...