আমরাই যারা গণতন্ত্রের শিকার
আমরাই যারা চোরা শিকারির সাজে
আমরা যারা রাস্তায় নামি আজও
রাস্তা ভাঙার দাম বাড়ানোর কাজে।
আমরা যারা নকশাল বুঝি আবেগ
আমরা যারা বন্যা মানেই ত্রাণ
আমরাই যারা ট্রামে ট্রামে কলকাতা
ময়দানে ভ্লগ; মুছে ফেলে কটা প্রাণ।
আমরা যারা হালতু বলতে ফ্লিপকার্ট
পকেটে আগুন, জানালায় চেক শার্ট
আমরা যারা ইতিহাসে বোলপুর
এবং বর্তমানে রঙে - ভাঙে হই চূড়।
আমরা যারা ঘরে ঘরে এম এ পাশ
আমরা যারা মজ্জাগত সন্ত্রাস
আমরাই যারা স্বাধীন করেছি দেশ
হায় নেতাজি ! হায় বিনয় - বাদল - দীনেশ!
আমাদের আছে নতুন কিছু রেস্তোরাঁ
দেশী - বিদেশী বিদ্বেষে জলভরা
আমরা যারা শহর গড়েছি গ্রামে
শিল্পের হাতে পড়িয়েছি হাতকড়া।
আমরা যারা অকালবৈশাখি বুকে
ঘুমিয়ে পড়ি প্রেমিকার চোখ এঁকে
আমরাই যারা চাকরি খুঁজেছি স্রোতে
শুধু অন্য দেশ, অন্য রাজ্য পথে।
আমাদের নাকি গর্ব বিদ্যাসাগর
ফোন খুললেই ম্যাট্রিমনিয়াল ভীড়
আমাদের শুধু শ্রদ্ধার দিন গেছে
আগে পুড়েছিল কপাল, এখন পুড়ছে নীড়।
No comments:
Post a Comment