Monday, February 14, 2022

তাই বলে কি প্রেম দেবে না?

 প্রেম করছে স্বাধীনচেতা নারী 

প্রেমে পড়েছে স্বেচ্ছাচারী যুবক 

দিকে দিকে প্রেম, কিছু লাল ঠোঁট

দিনে দুপুরে হঠাৎ যত আদা - বেগুনে জোট

জোটের টের পাচ্ছে গোয়াবাসি,

দূর বাঁশিতে ওরে গৃহবাসি 

ভাঙন লেগেছে ইস্কুল খেলাঘরে 

উত্তর প্রদেশ প্রশ্নের মুখে পড়ে।

মূল্যবোধের ছাঁচ হারিয়ে ফেলেছে মূল

তাই পুষ্পক বোঝাই শুধু অঞ্জলীর ফুল - 

আকাশ টুকরো টুকরো প্রেমের বন্যা ক্ষণে 

বৃষ্টির রূপ দেখি আজ বসন্তও জানে ।




No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...