যে পথে কেউ, কোনোদিন যাবে না আমার সাথে
একা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ব।
হাওয়ার প্রলেপ নেব মুখে, নাম দেব রাস্তার, পুকুরের;
সন্ধ্যে দেখবো পাতার আঁচল বেয়ে
আসবে নেমে দু' হাতে প্রেম ভরে।
তারায় সেদিন বন্ধু খুঁজবো নতুন,
শুধুমাত্র হারিয়ে যাওয়ার আশায়,
আবার, আবার, আবার।
হাতে হাত খুঁজবো না সেদিন আর নতুন কোনো
হাত ফসকে যায় রেশমের প্রতিজ্ঞার মতো -
কান পাতব না গল্প শোনার ছকে; চোখ দেব না
অন্য কোনো চোখে। বাঁধবো না বাসা ভুলেও নদীতীরে।
জলে নামবো নৌকোর হাল ধরে,
ভাসবো সেদিন পূর্ণ গগনতলে
ডাকবাক্সে থাকবে পড়ে চিঠি
পড়বো না আর নতুন বেড়াজালে।
No comments:
Post a Comment