আমরা বাঙালি। ভদ্রলোক। বোদ্ধা।
গণতন্ত্রের প্রতি আমাদের কিছু শ্রদ্ধা!
চুপ করে থাকি, ধর্মভীরু, আমরা নিরপেক্ষ
পরিবর্তন হয়না শুধু আমাদের বিষ বৃক্ষর।
কোথায় হাঁটছি জানা নেই, আমাদের কোনো আশা নেই
নতুন বর্ণপরিচয় চাই, শুধু আমাদের কোনো ভাষা নেই।
মেনে নিচ্ছি তাই হাহাকার; কুৎসিত এক সংসার
খুঁজে পাচ্ছিনা কোন ভাষায় নিজেদের দেবো ধিক্কার।
No comments:
Post a Comment