Sunday, December 19, 2021

পৌষের ঘন কালে

যারা হেসেছিল, ফিরে ফিরে এসেছিল, দুপুরবেলায়
এই ক্লান্ত সন্ধ্যের শহরে তারা দুপুর খুঁজছে আজ।

খামখেয়ালি; 
সকালের রঙ লেগেছিল আঁচলে, চোখে;
রক্তিম সে আভা প্রতিশ্রুতির দেরাজ
ঠোঁট ছুঁয়ে গেল,
কপাল ছুঁলো না বলে অভিমান ছিল চাপা
উষ্ণ দুপুরের সৌরভ ভুলিয়ে দিল আঘাত।

শহর আজ ব্যস্ত ভরতে 
নতুন কলমে নতুন কোনো খাতা
হলুদ ঘড়ির সাইনবোর্ডে 
তাই তোমার আসন পাতা।

মেঘ করেছে পৌষের ঘন কালে,
রাত ধরেছে কুয়াশার দু' হাত।
শহর ছিল তোমারই উপকূলে
মাঝদরিয়ায় কি দিন, কিই বা রাত!

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...