Thursday, December 30, 2021

Smoke and Air

 Here lies, like a blanket over you and me,

The very last day of a year passed;

In hope, despair, love, and anguish -

Of the human spirit; and spiritual sacrifice.

 

Here we are - celebrating, as we should

Remembering, whom we must

Writing, what was written on the walls

Singing, songs of smoke and air.


We, inhabitants of the Universe-indifferent

We, the signature of intelligence

We, vectors of life, and of lifelessness

Here we are - staring through smog, into images.


As we breathe in droplets of reality, 

A world has changed - clothes or skin, I know not

I stand, naked, on the edge of oblivion, as ever -

The only difference; we're both here, together.

Tuesday, December 21, 2021

পথের পথে

 যে পথে কেউ, কোনোদিন যাবে না আমার সাথে

একা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ব।

হাওয়ার প্রলেপ নেব মুখে, নাম দেব রাস্তার, পুকুরের;

সন্ধ্যে দেখবো পাতার আঁচল বেয়ে

আসবে নেমে দু' হাতে প্রেম ভরে।

তারায় সেদিন বন্ধু খুঁজবো নতুন, 

শুধুমাত্র হারিয়ে যাওয়ার আশায়,

আবার, আবার, আবার।


হাতে হাত খুঁজবো না সেদিন আর নতুন কোনো

হাত ফসকে যায় রেশমের প্রতিজ্ঞার মতো -

কান পাতব না গল্প শোনার ছকে; চোখ দেব না

অন্য কোনো চোখে। বাঁধবো না বাসা ভুলেও নদীতীরে।


জলে নামবো নৌকোর হাল ধরে, 

ভাসবো সেদিন পূর্ণ গগনতলে

ডাকবাক্সে থাকবে পড়ে চিঠি

পড়বো না আর নতুন বেড়াজালে।

জয় হিন্দ, জয় বঙ্গ

 আমরা বাঙালি। ভদ্রলোক। বোদ্ধা।

গণতন্ত্রের প্রতি আমাদের কিছু শ্রদ্ধা!

চুপ করে থাকি, ধর্মভীরু, আমরা নিরপেক্ষ

পরিবর্তন হয়না শুধু আমাদের বিষ বৃক্ষর।

কোথায় হাঁটছি জানা নেই, আমাদের কোনো আশা নেই

নতুন বর্ণপরিচয় চাই, শুধু আমাদের কোনো ভাষা নেই।

মেনে নিচ্ছি তাই হাহাকার; কুৎসিত এক সংসার

খুঁজে পাচ্ছিনা কোন ভাষায় নিজেদের দেবো ধিক্কার।


Sunday, December 19, 2021

পৌষের ঘন কালে

যারা হেসেছিল, ফিরে ফিরে এসেছিল, দুপুরবেলায়
এই ক্লান্ত সন্ধ্যের শহরে তারা দুপুর খুঁজছে আজ।

খামখেয়ালি; 
সকালের রঙ লেগেছিল আঁচলে, চোখে;
রক্তিম সে আভা প্রতিশ্রুতির দেরাজ
ঠোঁট ছুঁয়ে গেল,
কপাল ছুঁলো না বলে অভিমান ছিল চাপা
উষ্ণ দুপুরের সৌরভ ভুলিয়ে দিল আঘাত।

শহর আজ ব্যস্ত ভরতে 
নতুন কলমে নতুন কোনো খাতা
হলুদ ঘড়ির সাইনবোর্ডে 
তাই তোমার আসন পাতা।

মেঘ করেছে পৌষের ঘন কালে,
রাত ধরেছে কুয়াশার দু' হাত।
শহর ছিল তোমারই উপকূলে
মাঝদরিয়ায় কি দিন, কিই বা রাত!

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...