Tuesday, January 26, 2021

কাঁটাতার

রোদ নামলে বাড়ি ফিরতে হয় 

যতই শীতল বালি ঝলসে উঠুক পূর্ণিমায় 

সন্ধ্যে হলে জঙ্গলে হাঁটা বারণ 

যতই থাক না কেন নিশির প্রলোভন। 

আগুনে পুড়ে ছাই হবে টাংস্টেন

তোমার পদচিহ্ন পাবে চিরপরিচিত লেন 

শুধু কাঁটাতার না মেনে বয়ে যাবে নদী 

এই তো ছিলে, আরেকটু থাকতে যদি। 








No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...