সন্ধ্যারতির সময় তোমায় খুঁজেছিলাম
অনেক মানুষের ভিড়ে, পবিত্র এক ক্ষনে
শুধু ছিলাম আমি, সাথে হাত ধরে প্রেম
যে বড় হয়ে ওঠেনি একা ঘোরার মতো।
মন্দিরের দালানে ছিল ধূপের বাষ্প
ছলছল চোখে ছিল গোধূলির অভিমান
আর চাঁদ? ফুটেছিল এক ফালি, আমার ঠোঁটে
বুঝেছিলাম অনন্ত আছে, অমাবস্যা-পূর্ণিমার মাঝে।
No comments:
Post a Comment