রাস্তায় তাই পুল-ওভারের ভীড়
প্রেমিকরা আজ ব্যস্ত ঘরের ভেতর
বাজারে নেই ঠোঁটের বোরোলিন।
পাড়ার রকে দেখছি না কোনো মাথা
রিকশায় নেই তোমার দুটো চোখ
মুখোশ পড়ে আজও ঘুরছি আমি
ঠোঁট কাটলে, চাইনা নিন্দা হোক।
তোমার কাছে রাখতে গেলাম খাতা
দেখতে পেলাম তোমার টেবিল ভরা
কালীর দোয়াত ইতিহাসে ঢেলে দিয়ে
অঙ্ক বই-এ সেই পড়লাম ধরা।
আমাদের নিয়ে গান লিখলো কবি
তোমার আলমারিতে অনেক নতুন ছবি
শীত নেমেছে আমার শহরে আবার
বউ বলছে, হয়েছে অনেক, আয় এবার শুবি।
No comments:
Post a Comment